খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক নিরাপত্তাকর্মীসহ তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন, রেডিও কলোনী ও আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে নিরাপত্তাকর্মীর নাম আমির হোসেন (৫০)। সে ভোলা জেলার সদর থানার চরপাংশাই গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে। আমির হোসেন গত তিন বছর ধরে পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লার রাশিয়া প্রবাসী শাহ আলমের বাড়িতে নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছেন বলে জানা গেছে। তবে নিহত বাকী দুই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, এলাকাবাসীদের খবরের ভিত্তিতে শুক্রবার সকালে পৌরসভার উত্তর রাজাশন মহল্লার রাশিয়া প্রবাসী শাহ আলমের ছয় তলা ভবনের নিচ তলার একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিরাপত্তাকর্মী আমির হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় ওই বাড়ির মূল ফটক ও নিহতের কক্ষের দরজা খোলা থাকায় স্থানীয়দের ধারনা তাকে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে শুক্রবার সকালে পৌর এলাকার রেডিওকলোনী মহল্লা থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এসময় নিহত ওই নারীর পড়নে একটি প্যান্ট ও গেঞ্জী ছিলো। একই সময় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের একটি বাড়ি থেকে আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তাদের মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি ও সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।