খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে, ভাগ্যকুল স্পোর্টস এন্ড ক্লাব আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলার আয়োজন করা হয়।
ভাগ্যকুল স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা এস,এম জুবায়ের আহাম্মেদ (কদম) এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার সিরাজদীখান সার্কেল মাকসুদা লিমা, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের মেম্বার ও ভাগ্যকুল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনির হোসেন মিটুল, ভাগ্যকুল স্কুল এন্ড কলেজের অদ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার।
এ সময় অতিথিরা সংহ্মিপ্ত বক্তব্য ও মাঠে ফিতা কাটার মধ্য দিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলার আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।