Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭:  29এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী : দুর্যোগের প্রস্তুতি সারাক্ষন, আনবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী , আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে ব্যানার ,ফেস্টুন নিয়ে বিভিন্ন শে¬াগান সহ একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতির উপর সংক্ষিপ্ত আলোচনা হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম , আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মজিবর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। দুর্যোগ প্রস্তুতি দিবস শুক্রবারে উদযাপনের কারনে বেশীর ভাগ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্মসুচিতে উপস্থিত থাকতে পারেননি বলে জনৈক কর্মকর্তা জানান।