Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭:  ময়মনসিংহে বাস চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগারবাজার নামক স্থানে ময়মনসিংহগামী এনা পরিবহণকে পিছন থেকে শ্যামলী বাংলা পরিবহন ওভারট্রেকিং করার সময় এনা সাইড না দেওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠে যায় শ্যামলী পরিবহণ। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়। এসময় গুরতর আহত হয় তিনজন। আহতরা হলেন আসাদ (২৩), শাহীন (২৫) ও অজ্ঞাত একজন। এরা ভালুকা উপজেলার বাসিন্দা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা ঢাকা ময়মনসিংহ-মহাসড়ক অবরোধ করে রাখে।

অপরদিকে ভালুকা উপজেলার সীডস্টোর বাজারে বাস চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে।

ভালুকা থানার মামুন-অর-রশিদ জানান, বেলা ৫টার দিকে সীডস্টোর বাজারে বাস চাপায় অজ্ঞাত নামা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা এনা পরিবহণসহ দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুর লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে বলেও জানান ওসি।