Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: ছাতকে দূর্নীতিদমন কমিশনের উদ্যোগে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ দূর্নীতি বিরোধী মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ন’টা থেকে দু’ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সাবেরা সাইদ, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন চৌধুরী, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, মহিলা নেত্রী শীলা রায়, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি পরিমল কান্তি দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ। এ সময় দূর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জের জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সাবেরা সাইদ। মানববন্ধনে উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ভেটেনারী সার্জন আব্দুস সহিদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, অধ্যক্ষ জামিউল আলম খন্দকার, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের মাও. জয়নাল আবেদীন, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মাও. নুরুল হক, ব্যবসায়ী আব্দুল ওদুদ, ফজলে রাব্বী জনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।