Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমাদের আমদানি নির্ভরশীলতা কমিয়ে এনে দেশেই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে হবে। তাতে আমাদের আর্থিক সাশ্রয় হবে এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা ভবিষ্যতে পদ্মা সেতুর মতো শত পদ্মা সেতু নিজেরাই তৈরি করতে পারবো।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু উদ্যানে এ্যাটলাস-জংসেন ব্রান্ড মোটর সাইকেলের টেষ্ট ড্রাইভ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে অনেক গাড়ি ও মোটরসাইকেল আমদানি করা হয়। এতে অনেক বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। আমরা চাই বৈদেশিক মুদ্রা সাশ্রয় হোক। দেশে মোটরবাইক, কার উৎপাদন হলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে দেশের উন্নয়ন বেড়ে যাবে। এভাবে ২০৪১ এর আগেই ১টি উন্নত দেশে পরিণত হওয়া সম্ভব।’
অনুষ্ঠানে এ্যাটলাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কাশেম, বাংলাদেশ ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ চৌধুরী এবং স্থানীয় ডিলার রাজু আহমেদ উপস্থিত ছিলেন।