খােলা বাজার২৪।। শনিবার, ১১ মার্চ ২০১৭: ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে অর্থাৎ অর্থবছরের প্রথম ৮ মাসে রপ্তানি খাতে আয় হয়েছে ২ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। যা গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের তুলনায় ৩ দশমিক ২২ শতাংশ বেশি। বছরের ব্যবধানে রপ্তানি আয় বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মার্চ মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। এর মধ্যে প্রথম ৮ মাসে ২ হাজার ৪০৫ কোটি ৯০ লাখ ডলার রপ্তানি আয় লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কম।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ফেব্র“য়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ২৭২ কোটি ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কম। চলতি ২০১৬-১৭ অর্থবছরের ফেব্র“য়ারি মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩০১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরের ফেব্র“য়ারি মাসের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের ফেব্র“য়ারি মাসের রপ্তানি আয় ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে।
গত অর্থবছরের অষ্টম মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২৮৫ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৮ মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার। এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তবে রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে আয় ৫ দশমিক ৬৪ শতাংশ কম। চলতি অর্থবছরের জুলাই-ফেব্র“য়ারি মেয়াদে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ৯০৬ কোটি ৬২ লাখ ৫০ হাজার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ৯৫৬ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার আয় হয়েছে।