Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১১ মার্চ ২০১৭:  29জামালপুর-টাঙ্গাইল মহা-সড়কের দিগপাইত বড়ভিটা এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে চাপা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। ১১ মার্চ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জামালপুর উপজেলার দিঘপাইত এলাকার মোহাম্মদ মোস্তফা (৫০) ও সাউনিয়া গ্রামের জহুরুল ইসলাম (৩৫)। মোহাম্মদ মোস্তফা পিকাপভ্যানের চালক ও জহুরুল ইসলাম ওই গাড়ির হেলপাড়। দুর্ঘটনার সময় আরও দুই পথচারি আহতহন শাহীন ও দিপু নামের। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে মাইক্রোবাসের কোন যাত্রী হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাস দ্রুত গতিতে আসতে ছিল। পিকআপ চালক মোস্তফা হেলপার জহুরুল, শাহীন ও দিপু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দ্রুত গতির ওই মাইক্রোবাসটি তাঁদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পরিত্যাক্ত পুকুরের খাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও জহুরুল মারা যান। আহত শাহীন ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
জামালপুরের নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ড্রাইভারকে পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।