Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খােলা বাজার২৪।। শনিবার, ১১ মার্চ ২০১৭:  কক্সবাজারের চকরিয়ার ‘দেশ গড়ার শপথে’ বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থী দূর্নীতি বিরোধী মানববন্ধন করেছে। “দুর্নীতি উন্নয়নের প্রধান বাঁধা, আসুন দুর্নীতি প্রতিরোধ করি” স্লোগান লেখা প্লে-কার্ড হাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সনাক-টিআইবি’র আয়োজনে ও চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে দুর্নীতি বিরোধী স্লোগান লেখা প্লে-কার্ড হাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলাহাজ¦ জাফর আলম,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, সনাক চকরিয়ার সভাপতি ও ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, দূর্ণীতি প্রতিরোধ কমিটির চকরিয়া শাখার সাধারণ সম্পাদক ও এনজিও সম্বনয়ক মোহাম্মদ নোমান, দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ, টিআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার মো.জসিম উদ্দিন,চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ, চকরিয়া কোরক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখেরসহ প্রমুখ।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম উপজেলার ৬টি স্কুলের প্রায় ২৫০০ হাজার শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান। শপথে শিক্ষার্থীরা দূর্ণীতি করবে না এবং কাউকে দূর্ণীতি করতে দেবেনা বলেও অঙ্গিকার ব্যক্ত করেন।##