খােলা বাজার২৪।। শনিবার, ১১ মার্চ ২০১৭: কক্সবাজার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ম্যাজিক গাড়ির চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যান চালক জাফর আলম (৪০) ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের মৃত নুর আহমদের পুত্র বলে জানাগেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালক জাফর ডুলাহাজারা বাজার থেকে তার বাড়ি উত্তরপাড়া আসার পথে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি ম্যাজিক গাড়ি তার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ধুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলে চালক জাফর আলম প্রাণ হারায়।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাঈনু উদ্দিন জানায় ঘাতক গাড়িটি আটকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে ।