খােলা বাজার২৪।। শনিবার, ১১ মার্চ ২০১৭: মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সম্মেলনে নতুন এই কমিটির ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি নজরুল ইসলাম বাবু এমপি, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
সম্মেলনে শিবচর উপজেলা ছাত্রলীগের কমিটিতে মোঃ রাজীব ঢালীকে সভাপতি, আসিফ মাদবরকে সাধারন সম্পাদক এবং পৌর ছাত্রলীগ কমিটিতে হাবিব বেপারিকে সভাপতি , সৌরভ রায়কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এর আগে সকালে নেতৃবৃন্দ জেলার শিবচরের কুতুবপুরে ইনফরমেশন টেকনোলজি ইনষ্টিটিউট এ্যান্ড হাইটেক পার্কের জন্য প্রস্তাবিত এলাকা ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, শিবচরে পদ্মার চরের প্রায় ৭০ একর জায়গা জুড়ে এই হাইটেক পার্ক নির্মান করা হবে।’