Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খােলা বাজার২৪।। শনিবার, ১১ মার্চ ২০১৭:  কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল মজিদ ও উমেদ আলী। তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক, ডা. রুমন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

চিকিৎসাধীন আহত কয়েকজন জানান, ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিল। সে কারনে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি দ্রুত গতিতে পাশের খাদে উল্টে যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, কুড়িগ্রাম থেকে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে পিরোজপুরে একটি দরবার শরীফের মাহফিলে যাচ্ছিল। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে অপর আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয়রা এসে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ৪৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুত্বর।