খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় বেআইনিভাবে নির্মিত ১৬ তলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে পোশাক রপ্তানিকারকদের এই সংগঠনকে ছয় মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিজিএমইএ-এর সময়ের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
শুনানিতে বিজিএমইএর পক্ষে ছিলেন কামরুল হক সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
হাই কোর্ট ১৬ তলা ওই ভবন অবৈধ ঘোষণা করার পর আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে। বিজিএমইএ ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে গত ৫ মার্চ তাও খারিজ হয়ে যায়।
চূড়ান্ত আইনি লড়াইয়ে হার হওয়ায় দেশের প্রধান রপ্তানি পণ্যের শিল্পোদ্যোক্তাদের সমিতি বিজিএমইএ-এর সামনে ভবনটি ভেঙে ফেলা ছাড়া আর কোনো পথ নেই।
দেশের প্রধান রপ্তানিপণ্যের শিল্পোদ্যোক্তাদের এই সমিতি কার্যালয় সরিয়ে নিতে তিন বছর সময় চাইলেও আদালত তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলেছে।
এ মামলায় হাই কোর্টে অ্যামিকাস কিউরির দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদেশের পর সাংবাদিকদের বলেন, “আদালত ছয় মাসের সময় দিয়েছে। ভবনটি ভেঙে ফেলতে বলেছে। আমরা এই আদেশে সন্তুষ্ট। আইনের হাত অনেক লম্বা। আবারও প্রমাণিত হল, কেউ আইনি প্রক্রিয়ার ঊর্ধ্বে নয়।