Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭:  ক্রিকেটারের ঘরে সবসময় ক্রিকেটারই জন্ম নেবে তা নয়। সুনীল গাভাস্কারের ছেলে যেমন খুব নাম করতে পারেননি। উদাহরণ মেলে আরো ভুরি ভুরি। কিন্তু বাপ-বেটা একসাথে ক্রিকেট খেলছেন এমন ঘটনা এই যুগে দেখাই যায় না বলতে গেলে। একসময় এক ম্যাচে বাংলাদেশের রকিবুল হাসান ও তার ছেলের একসাথে খেলাটা এখনো গল্প হয়ে আছে। ক্যারিবিয়ান ক্রিকেটে তো আর কিংবদন্তির অভাব নেই। সেই কিংবদন্তিতে এবার যোগ হলো শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে ত্যাগিনারায়ণ চন্দরপলের একই ম্যাচে খেলা, একই ইনিংসে ফিফটি করা। চন্দরপল বাপ-বেটার ফিফটি একই ইনিংসে! তাও ফার্স্ট ক্লাস ক্রিকেটে!
জ্যামাইকায় ১০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পেশাদার ক্রিকেট লিগ ৪ দিনের ম্যাচ শুরু হলো। জ্যামাইকার প্রতিপক্ষ গায়ানা। তো প্রথম ইনিংসে জ্যামাইকা ২৫৫ রানে অল আউট। এরপর ২৬২ রানে শেষ হওয়া গায়ানার প্রথম ইনিংস দেখল চন্দরপল পরিবারের বাপ-বেটার ফিফটি। ওপেন করতে নেমে ২০ বছর বয়সী ছেলে ত্যাগি ১৩৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেছেন। আর ৪২ বছরের শিবনারায়ণ চন্দরপল ১৭৫ বলে ৪ চারে ৫৭ রান করেছেন।

বাপ-বেটা চতুর্থ উইকেটে দলকে টেনে তুলতেও বড় একটা ভূমিকা রেখেছেন। ১২৮ রানে পড়েছিল ৩ উইকেট। গায়ানার স্টার বাপ-বেটা জুটি ত্যাগি-শিব ৩৫.২ ওভার থেকে ৪৭.২ ওভার পর্যন্ত ব্যাট করলেন। ১৬৬ পর্যন্ত গেল দল। তারপর ত্যাগি আউট হয়েছেন। অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন শিব।
শিবনারায়ণ চন্দরপল ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়া ব্যাটসম্যান। ১৯৯৪ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন। বন্ধু ব্রায়ান লারা ক্যারিবিয়ান ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক। তারপরই শিবের নাম আসে। এটচা অবশ্য এমন নয় যে বাপ-বেটা শিব ও ত্যাগি এই প্রথম একসাথে খেলতে নেমেছেন। ২০১৩ সালে খুব কম বয়সেই গায়ানার হয়ে বাবার মতো বাঁহাতি শিবের ফার্স্ট ক্লাস অভিষেক। ১৬ ফার্স্ট ক্লাস ম্যাচে এটা তার ৩য় ফিফটি। সেঞ্চুরি নেই। বাবা শিবের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটাও এই সুযোগ জেনে নিন। ৩৫৬ ম্যাচে ১৩৬টি ফিফটি ও ৭৩টি সেঞ্চুরিতে ২৬ হাজার রান পেরিয়ে গেছেন শিবনারায়ন।