Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: নোয়াখালী জেলা ও নোয়াখালীর পাশ্ববর্তী জেলা-উপজেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন শেষে গণস্বাক্ষর দিয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রোববার (১২ মার্চ) সকাল ১০টায় শহরে টাউন হল মোড়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ আয়োজিত মানববন্ধন ও গণস্বাক্ষর প্রদান কর্মসূচীতে বক্তব্য রাখেন, পরিষদের আহবায়ক ও নোয়াখালী-০৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন সেলিম, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর বণিক সমিতির সভাপতি সাইফুদ্দিন সোহান প্রমুখ।

এসময় জেলা শিক্ষক সমিতি, শ্রমিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নোয়াখালী জেলা শাখা, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নোয়াখালী জেলা শাখা, সাংবাদিক সংগঠন, মহিলা সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

এদিকে, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শহরের টাউন হল মোড়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচী শুরু হয়।