খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি । নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর । রোববার সকালে কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকালে তালাবহ এলাকায় রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।