Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: বাগেরহাট শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ২২৮ টি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালাত। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এসময় আহরণ ও বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ মজুদ ও বিক্রির দায়ে দু’জনকে অর্থদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, বাসাবাটি এলাকার জাকির হোসেন (৩৮) ও আমলাপাড়া এলাকার আলী আঁকবার (৫৫)। তাদেরকে দুইশ’ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন জানান, বাগেরহাট মাছ বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে দুপুরে অভিযান চালানো হয়। এসময় বাজারের দুজন বিক্রেতার কাছ থেকে ২২৮ পিস জাটকা জব্দ করা হয়। পরে তাদের সতর্ক করে দুইশ’ টাকা করে অর্থদ- করা হয়। জব্দকৃত জাটকা বাগেরহাট সরুই এতিমখানায় প্রদান করা হয়েছে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণে এখন থেকে নিয়োমিত ভাবে অভিযান চালাবে জেলা প্রশাসন।
এদিকে, একই আদালত অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে খুলনা-বাগেরহাট সড়কে খানজাহান (রহ.) মাজার মোড়ে একটি বাসকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক-মহাসড়কে যাতায়াতকারী যানবাহনগুলোকে শৃংলায় আনা ও অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে জেলা প্রশাসনের চলা নিয়ামিত অভিযানের অংশ হিসাবে এই ভ্রাম্যামন আদালত পরিচালনা করা হয় বলে জানান তিনি।