Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুরে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপরে হাটুঁ পানি জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে এই পথ দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যা দীর্ঘদিনের হলেও সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের অন্যান্য হাটবাজারগুলোর মধ্যে দারিয়াপুর হাট অন্যতম। ফলে সবসময় এখানে বিভিন্ন ধরনের যানবাহনসহ মানুষের যাতায়াত বেশি থাকে। এখানে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। দারিয়াপুরে সপ্তাহে দুই হাটেরদিনে প্রায় ১০ হাজারেরও বেশি লোকের সমাগম হয়। এছাড়া ৬টি ইউনিয়নের মধ্যমণি হয়ে থাকায় নিত্যদিনের সাংসারিক চাহিদা পূরন করতে মানুষ ছুটে আসে এখানে। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করায় যানজট লেগেই থাকে। কিন্তু দীর্ঘদিনেও দারিয়াপুরকে ঘিরে নেয়া হয়নি কোন সুপরিকল্পিত ব্যবস্থা। উন্নয়ন হয়নি দারিয়াপুর হাট ও প্রধান সড়কটির। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর প্রায় হাঁটু পানি জমে দারিয়াপুর চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজের শিক্ষক সাখাওয়াৎ হোসেন বলেন, এই সড়ক দিয়ে কয়েকশত শিক্ষার্থী আশেপাশের বিভিন্ন স্কুল-কলেজে যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই গাইবান্ধা-সুন্দরগঞ্জ প্রধান সড়কটির দারিয়াপুর হাট এলাকায় টানা দুই-তিনদিন হাটুঁ পানি জমে থাকে। পরে খানাখন্দের সৃষ্টি হয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ বলেন, গতবছর সড়কে জমে থাকা পানির মধ্যে কলা গাছের ভেলা তৈরি করার পর সড়ক ও জনপথ বিভাগ নতুন করে ইট বিছিয়ে দেয়। কিন্তু পুনরায় কার্পেটিং ও উচু না করায় সড়কে আবারো পানি জমে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গাইবান্ধা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, দারিয়াপুর বাজার সংলগ্ন নদীর উপর নতুন করে ব্রীজের কাজ চলছে। ওই কাজের সাথেই ওই সড়কের টেন্ডার করা হয়েছে।দ্রুত সড়কের কাজ শুরু করা হবে।