Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: গাজীপুরের কাপাসিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপি নেতা ও সমাজসেবক ইকবাল হোসেন শেখ দশম শ্রেনির ছাত্র প্রতিবন্ধী আবুল বাশারকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন।
উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়–য়া আবুল বাসারের প্রতিবন্ধীতা জনিত কারনে বিদ্যালয়ে যাওয়া আসা করতে অসুবিধা হতো। সে ওই গ্রামের মৃত- মজনু মিয়ার পুত্র। সম্প্রতি সাংবাদিক আসাদুল্লাহ মাছুম ওই প্রতিবন্ধীর ছবিসহ ফেইজ বুকের মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে একটি হুইল চেয়ার ও আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন জানান। এই মানবিক আবেদনে সাড়া দিয়ে উপজেলার কান্দানিয়া গ্রামের মৃত- ইদ্রিস আলী শেখের পুত্র আইনজীবী ইকবাল হোসেন শেখ প্রতিবন্ধী আবুল বাশারকে একটি হুইল চেয়ার প্রদান করেন। গতকাল রোববার বিকালে শহরের কাপাসিয়া প্লাজায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক শাকিল হাসান, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ইমান উল্লাহ শেখ, জেলা যুবলীগ নেতা নাহিদ সোয়েব, সাংবাদিক আসাদুল্লাহ্ মাছুম, পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র দাস, ব্যবসায়ী নেতা জিয়ার উদ্দিন, কাজী ওসমান, শরিফ শেখ, নজরুল ইসলাম প্রমূখ।