খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: মৌলভীবাজার শহরের বেরীর চর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
রবিবার (১২ মার্চ) দুপুর ১২ ঘটিকার দিকে মৌলভীবাজার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. জহিরুল হকের নেতৃত্বে ডিবি পুলিশ শহরের বেরীর চর এলাকা একটি বাড়ী থেকে দেশী-বিদেশী মাদক, অস্ত্র ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকার মনিন্দ্র মালাকার ও রাজনগর উপজেলার আব্দুলপুর গ্রামের স্বপন দাস।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল হক জানান, গোপন সংবাদের ভিতিত্তে শহরের বেরীর চর এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে দেশী-বিদেশী মাদক, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।