Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Arrested-bd-nbsখােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে কাটেশ্বর খালে র‌্যাব ও বনদস্যুদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আজ সোমবার ভোর ৪টার দিকে সুন্দরবন রেঞ্জে কাটেশ্বর খালে এ ঘটনাটি ঘটে।

গ্রেফতাকৃতরা হলেন, জিয়া বাহিনীর প্রাধান জিয়াউর রহমান জিয়া (৩৭), মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৫) ও ইউনুচ আলি পঁচা (২৪)।

র‌্যাব ৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জানান, বনদস্যু জিয়া বাহিনী কাটেশ্বর খাল এলাকা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদেরকে লক্ষ করে গুলি করে। র‌্যাব ও পাল্টা গুলি করে। প্রায় ২০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। এরপর র‌্যাব সদস্যরা সেখান থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সেখান থেকে র‌্যাব সদস্যার জিয়া বাহিনীর প্রধানসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করে।

তিনি আর বলেন তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।