Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭:  সিলেট থেকে নিয়ামত ইসলাম রিফাত (৫) নামে এক শিশু অপহরনের তিনদিন পর লালমনিরহাট থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার বিকেলে শিশুটিকে উদ্ধার করা হলেও সোমবার সকালে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিযয়টি সাংবাদিকদের অবগত করেন। এ সময় পুলিশ দুই অপহরনকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুজন হলো লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হযরত মিয়ার পুত্র সাদিন মিয়া (২৭) ও একই এলাকার মিন্টু মিয়া (২৬)।
প্রেস ব্রিফিং এ ওসি রফিকুল ইসলাম জানান, গত ১০ মার্চ বেলা ১২টার সময় সিলেট কোতয়ালী থানা থেকে নিয়ামত ইসলাম রিফাত (৫) নামে এক শিশু অপহরন হয়। অনেক খোজাখুজির পর ছেলেকে না পেয়ে ওই দিনই শিশুটির বাবা নেছার আহমেদ কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে বিকেলে একটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার মোবাইলে ফোনে ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপন না দেয়া হলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়। শিশুটির বাবা ছেলের মুক্তিপন হিসেবে ২ লক্ষ টাকা দিতে চাইলে অপহরনকারীরা তাতে রাজি হয়।
তিনি আরও বলেন, শিশুটির মুক্তিপন হিসেবে তার বাবা শনিবার ৩টি নম্বরে ১০ হাজার, ১৫ হাজার ও ২৫ হাজার করে মোট ৫০হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। তারপরেও শিশুটিকে ফেরত না দেয়ায় পরে ১২ মার্চ রোববার সিলেট কোতয়ালী থানায় শিশুটির বাবা বাদী হয়ে সাদিনকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ২/৩ কে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার সুত্র ধরে সিলেট কোতয়ালী থানা সাদিনের এক সহযোগীকে আটক করে তার মাধ্যমে জানতে পারে শিশুটি বর্তমানে লালমনিরহাট জেলায় আছে। পরে সিলেট কোতয়ালী থানা লালমনিরহাট থানাকে বিযয়টি অবগত করে সহযোগীতা কামনা করলে লালমনিরহাট সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে।
ওসি রফিকুল ইসলাম বলেন, সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় শিশুটি আছে এমন সংবাদে নিশ্চিত হওয়ার পরে থানার উপ-পরিদর্শক এসআই মুনিরুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম খুনিয়াগাছ এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ প্রথমে শিশুটিকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে ও পরে এলাকাবাসীর সহযোগীতায় সাদিন ও মিন্টু মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১৭ হাজার ক্যাশ টাকা ও একটি সীমে থাকা ২৫ হাজার টাকা উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসা হলে সিলেট কোতয়ালী থানায় শিশুটি উদ্ধারের বিযয়টি অবগত করা হয়। সিলেট কোতয়ালী থানা শিশুটির বাবাকে জানায় তাদের সন্তান রিফাতকে লালমনিরহাট থানা পুলিশ সুস্থ্য অবস্থায় উদ্ধার করেছেন। সিলেট থানা সাব-ইন্সপেক্টর নজরুল ইসলামসহ সঙ্গিয় ফোর্স লালমনিরহাট থানায় প্রেরন করলে আজ সোমবার সকালে শিশুটির বাবাসহ তারা লালমনিরহাটে আসে। এর পরেই সদর থানা পুলিশ শিশু উদ্ধারের বিযয়টি সাংবাদিকদের জানানো হয়।
তিনি বলেন, সিলেট থানা থেকে পুলিশ প্রতিনিধি এসেছে। মোবাইল সিম ও টাকা জব্দ তালিকায় দিয়ে আসামীসহ সিলেট কোতয়ালী থানায় পাঠানো হবে। তিনি আরও বলেন আমরা শিশুটিকে উদ্ধার ও আসামী ধরেছি, যেহেতু মামলাটি সিলেট থানার তাই তারাই মামলাটি নিয়ে কাজ করবেন।
এ ব্যাপারে শিশুটির বাবা নেছার আহমেদ জানায়, তিনি সিলেটের একজন পিডিবি’র ঠিকাদার। তার অধিনেই সাদিন ও মিন্টু মিয়া সেখানে কাজ করতো। তাদের সাথে তার কোন দেনা-পাওনাও নেই। কি কারনে তারা তার শিশু ছেলেকে অপহরন করলো তা তার জানা নেই। তবে তিনি তার ছেলেকে ফিরে পাওয়ায় খুবই আনন্দিত। এজন্য তিনি লালমনিরহাট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।