Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: এখন খালেদা জিয়ার বিচার কে করবে ? সে যে বাংলাদেশের মান সম্মান নিয়ে তামাশা করল ! আমাদেরকে দূর্নীতিবাজ বানিয়ে পৃথিবীর কাছে ছোট করল ! দেশ ও জাতি হিসাবে আমরা খাট হয়ে গেলাম ! এখন খালেদা জিয়ার বিচার হবে না ! খালেদা জিয়ার বিচার হওয়া উচিৎ। উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

তিনি আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলার বিরল উপজেলা মিলনায়তনে গ্রামীণ পল্লী অবকাঠামোগত রক্ষনা বেক্ষন প্রকল্পের আওতায় ৩৬ লক্ষ টাকা নগদ বিতরণ ও পল্লী বিদ্যুৎতায়নের আওতায় ১কোটি ৫২ লক্ষ টাকা ব্যায়ে ১৩টি গ্রামে ৫৬৫ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধন কালে পদ্মাসেতুর দূর্নীতি নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যে’র প্রেক্ষিতে একথা গুলি বলেন।

প্রধান অতিথি এর আগে উপজেলার কাঞ্চন মোড়ে প্রায় ৬৫ কোটি টাকা ব্যায়ে দিনাজপুর-বিরল-পাকুড়া-রাধিকাপুর (বিরল স্থলবন্দর) সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। বিকেল ৩টায় সড়ক উন্নয়ন প্রকল্পের তুলাই নদীর উপর ২২০.০০ মিটার স্পনে পিসি র্গাডার সতেুর কাজ শুভ উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজান কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী  অফিসার এবিএম রওশন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম.এ লতিফ, সাধারন সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমূখ।