খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফাইন্যান্সিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১১ মার্চ, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জলিল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন দেশের অর্থনীতির একটি বৃহৎ অংশ আমদানী ও রপ্তানি বাণিজ্যের উপর নির্ভরশীল। এক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে ব্যাংক দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। একটি সেবাধর্মী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এসব বাণিজ্যে ব্যাংক আরও উন্নততর সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। তিনি প্রধান কার্যালয় ও শাখাসমূহকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সেবা প্রদানের নির্দেশ দেন। একই সাথে আমদানী-রপ্তানীর ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনা সমূহ যথাযথ পরিপালনের বিষয়ে সকলকে কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের আমদানী ও রপ্তানির উপর বহুলাংশে নির্ভর করতে হয়। তাই এ খাতে করোই অবহেলা করার সুযোগ নেই। তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।