খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: সোমবার সকাল থেকেই তোলপাড়। শততম টেস্টে তো বটেই, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এমনকি টিম ম্যানেজমেন্ট ডানহাতি এই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যদিও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন টেলিভিশনে বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে দলে না থাকার কোনো কারণ নেই।’
হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে মাহমুদুল্লাহ রিয়াদ ৯২ রান করেছিলেন। ছিল একটা হাফ সেঞ্চুরিও। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি ছিলেন চূড়ান্ত ব্যর্থ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি রিয়াদ। তিন ওয়ানডেতে করেছিলেন মোটে চার রান। তবে তিন টি-টোয়েন্টিতে এক হাফ সেঞ্চুরিসহ করেন ৮৯ রান।