Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: পরশু পি সারা ওভালে শুরু বাংলাদেশের শততম টেস্টে মাহমুদউল্লাহ না থাকার যে ইঙ্গিতটা মিলছিল সেটাই সত্যি হয়েছে। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছন আগামীকাল সকালেই দেশে ফিরছেন ৩৩ টেস্ট খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যান।
কলম্বো থেকে প্রথম আলোর প্রতিনিধি পবিত্র কুন্ডু জানিয়েছেন, আজ সকালেও দলের সঙ্গে অনুশীলনে এসেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। তাঁর চোখেমুখে ছিল রাজ্যের বিষণ্নতা। ড্রেসিংরুমে খানিক সময় কাটিয়ে স্থানীয় সময় ১২টার দিকে ফিরে গেছেন টিম হোটেলে।

নিউজিল্যান্ডে রানের জন্য সংগ্রাম করা মাহমুদউল্লাহ ফিফটির (৬৪) দেখা পান গত মাসে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে আবারও নিজেকে হারিয়ে খুঁজছিলেন। গল টেস্টের দুই ইনিংসেই (৮ ও ০) ব্যর্থ মাহমুদউল্লাহর জায়গায় সম্ভবত খেলবেন ইমরুল কায়েস। বিকল্প ভাবনায় আছেন সাব্বির রহমানও। ২০১৫ সালের জুনে বাঁ হাতের তর্জনীতে চোটে পড়ে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ছিলেন না মাহমুদউল্লাহ। এরপর টানা আট টেস্ট খেলে এবারই প্রথম বাদ পড়লেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান