Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

81খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করে তিস্তা সমস্যার সমাধান একমাত্র শেখ হাসিনাই করতে পারবেন। আর কেউ করতে পারবেন না।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অধ্যাপক শেখ আবদুস সালাম রচিত ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে অনেক সমস্যার সমাধান করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে নসিহত করতে হবে না। যারা বারবার পাকিস্তানের দালালি করেছেন, স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশবিরোধী কাজ করেছেন, সেই বিএনপিকে আর কেউ সমর্থন করবে না।
২৫ মার্চ গণহত্যা দিবস পালনের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা দিনটি পালন করবে না, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। ৭১ ও ৭৫-এর খুনিরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।