Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: রাজধানীতে বিভিন্ন এলাকায় চলছে পুলিশের বিশেষ ‘ব্লক রেড’। সোমবার রাত ১০টা থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় এ অভিযান চলছে।
কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই ইমরুল শাহেদ জানান, ‘সিডিউল অনুযায়ী পান্থপথ মোড় এলাকায় বিশেষ অভিযান চলছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।’

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ১১টা থেকে অভিযান শুরু হয়। এখনও কাউকে আটক করা হয়নি।
ধানমণ্ডি থানা এলাকায় ‘বক রেড’ অভিযান চলছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার এসআই ইমরান। তিনি জানান, সম্প্রতি পুলিশের ওপর জঙ্গি হামলার কারণে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, যাত্রাবাড়ী থানার এএসআই শিমুল খান জানান, রাতে সেটের মাধ্যমে জানতে পেরেছি ‘ব্লক রেড’ অভিযান চলছে। তবে কেউ গ্রেফতার হয়নি।
প্রসঙ্গত, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ডিএমপির আট বিভাগে নিয়মিত ব্লক রেড শুরু করে পুলিশ। এ সময় রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান বাড্ডা ও মিরপুরে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এসব আস্তানা থেকে জঙ্গি গ্রেফতার হয়েছে, কয়েকটি অভিযানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহত এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।