Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নাটোরে বিরল প্রজাতির তক্ষক ও শিবলিঙ্গসহ একজন আটকখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: নাটোরের বড়াইগ্রামে বিরল প্রজাতির চারটি তক্ষক ও শিবলিঙ্গসহ জাফর হোসেন (৫৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার আগ্রাণ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের উপকরণও জব্দ করা হয়। আটক জাফর হোসেন আগ্রাণ গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুজন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি টিম জাফর হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শোবার ঘরে তল্লাশী করে চারটি তক্ষক, একটি শিবলিঙ্গ ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।