খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪২/৪৫ বছর।
মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ডালাস ফ্যাশন নামে পোশাক কারখানার পশ্চিম পাশের গজারী বন থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি পাগল প্রকৃতির ছিল। প্রায়ই তাকে ওই এলাকার আশপাশে দেখা যেত। তাকে সবাই পাগল হিসেবেই জানতো। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ময়লা পরিবেশে বসে থাকতো। মঙ্গলবার দুপুরের পর থেকেই তাকে ওই বনের ভেতর বসে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিকেলের দিকে স্থানীয় এক ব্যক্তি ওই বনের পাশে প্রশ্রাব করতে গেলে দেখে বনের ভেতর কে যেন পড়ে আছে। পরে আরো লোকজনকে ডেকে কাছে গিয়ে তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত লোকটির মাথা ভর্তি বাবরি ছাট চুল ও মুখে চাপ দাড়ি রয়েছে বলেও জানান তিনি।