Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: 64প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭-১০ এপ্রিল চার দিনের সফরে ভারত যাচ্ছেন। মঙ্গলবার ঢাকা ও দিল্লির এক যৌথ ঘোষণায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ সফরসূচি ঘোষণা করা হয়।
সফরকালে শেখ হাসিনা আগামী ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে সফরসূচিতে জানানো হয়েছে।

এছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, সাত বছর পর দ্বি-পাক্ষিক সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১০ সালে দ্বি-পাক্ষিক সফরে ভারত যান তিনি।

অন্যদিকে ২০১৫ সালের জুনে প্রথম দ্বি-পাক্ষিক সফরে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এবারের সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দু’ডজন চুক্তি, সমঝোতা স্মারক ও বিভিন্ন দলিল সই হতে পারে। সফরকালে দু’দেশের ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আজমীর শরিফে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করতে পারেন।