খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: বাণিজ্যের আড়ালে মুদ্রাপাচার ঠেকাতে একযোগে কাজ করবে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)ও আর্থিক সহায়তা দেবে এ কাজে।
মঙ্গলবার এনবিআরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, দুদকের কমিশনার ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইজিসির পরিচালক কাদির খানসহ দুজন প্রতিনিধি আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
জানা গেছে, আইজিসি মুদ্রাপাচারের মূলোৎপাটনের জন্য সরকারের তিন সংস্থাকে সহায়তা করবে। এ লক্ষ্যে মুদ্রাপাচারকারী ও পেছনের কুশীলবদের সনাক্ত করা, মুদ্রাপাচারকারীদের লক্ষ্য, উদ্দেশ্য, কৌশল উদঘাটনসহ এ কাজে সহায়তাকারীদের চিহ্নিত করা হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর ব্যবহার করা হবে। শুল্ক গোয়েন্দাও বর্তমানে মুদ্রাপাচার ঠেকাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
এনবিআরে অনুষ্ঠিত আলোচনায় আইজিসির পরিচালক আদনান কাদির খান বলেন, ‘মুদ্রা পাচার ঠেকাতে বাংলাদেশ সরকারকে নিজস্ব অর্থে সব রকমের সহায়তা করতে আমরা প্রস্তুত। তবে এ জন্য আমাদের গবেষণামূলক কাজে এনবিআর ও দুদক থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংককেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।’
প্রসঙ্গত, আইজিসি উন্নয়নশীল দেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে উপযোগী গবেষণার মাধ্যমে পরামর্শমূলক সহায়তা দিয়ে থাকে। তারা ইতোমধ্যে ভারত, ঘানা, উগান্ডা, রুয়ান্ডা, মায়ানমার, পাকিস্তান ও বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশকে আর্থিক, রাজস্ব ও কর বিষয়ে গবেষণার মাধ্যমে এমন সহায়তা দিয়েছে ও দিয়ে যাচ্ছে।