খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ২০ মার্চ তিন দিনের সফরে ঢাকা আসছেন চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গোসিয়াং। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই সফলে চীনের বিশেষ দূত পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।’
গত বছরের অক্টোবরে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর এর দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। এরপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শতাধিক রোহিঙ্গা নিহত হয়। জাতিসংঘের হিসেবে গত অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার রোহিঙ্গা সমুদ্র ও নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।