খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আজ গাইবান্ধায় যাচ্ছেন। এই সফরে তার সাথে থাকবেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এবং নির্বাচন কমিশন সচিব আবদুল্লাহ। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মাতাহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, গাইবান্ধা-১ (সুদরগঞ্জ) আসন আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন হবে।
এ উপলক্ষে বুধবার বিকেল ৩টায় জেলা, উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, আইনশঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন তারা। গাইবান্ধা জেলা প্রশাসকর সম্মলন কক্ষ এই সভা অনুষ্ঠিত হব। গত বছরের ৩১ ডিসেম্বর ক্ষমতাসীন দলের এমপি মঞ্জরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।