খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: জালিয়াতির অভিযোগে স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতিসহ ৭ জনের নামে থানায় মামলা করেছেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেলে দায়ের করা এ মামলার বাদী হয়েছেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী।
ওকালত নামা, জামিননামা ও কোর্ট ফি, বার কাউন্সিলের স্টিকার নিজেরা প্রেসে ছাপিয়ে এবং মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক-সহ সাধারণের সীল স্বাক্ষর নকল করে তারা ২ বছর ধরে আদালতে বিক্রি করে আসছে বলে মামলায় উল্লেখ্য করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- মুন্সীগঞ্জ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি এস এম দেলোয়ার হোসেন, ইকরাম, মুগ্ধ, আবুল হাসনাত ফরিদ, সুজন, রাজিব ও ভেন্ডার সমিতির ছেলে মো. আরিফুল ইসলাম রাজিব ওরফে রাজু।
আইনজীবীরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ আদালতে স্ট্যাম্প ভেন্ডার বিক্রেতারা নারায়ণগঞ্জের টিচাগং রোডের দ্বীন ইসলামের প্রেস থেকে সীল-স্বাক্ষর জাল করে ওকালতনামা ও জামিননামা ছাপিয়ে এনে বিক্রি করে আসছে। গত কয়েকদিন আগে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসিরুজ্জামান খান ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলমের নজরে আসে এ ঘটনা। এরপর তাদের অভিযোগের ভিত্তিতে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি একটি ৮ সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করে দেয়।
এই কমিটির আহবায়ক আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক হান্নান জুয়েল অপর সদস্যদের নিয়ে তদন্তে নামেন। এই কমিটি সত্যতা পেয়ে ৭ স্ট্যাম্প ভেন্ডার বিক্রেতাকে সনাক্ত করে ১৩ ই মার্চ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন তাদের সম্পৃক্ততা থাকায় অন্যান্য আইনজীবীদের মতামতের পর মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী বাদী হয়ে ৭ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
উল্লেখ্য, ওকালত নামা, জামিননামা এবং বার কাউন্সিলের স্টিকার মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির কাছ থেকে ভেন্ডাররা ক্রয় করে নিয়ে তা বিক্রি করে থাকেন। ওকালত নামা ও জামিননামা বিক্রি আইনজীবী সমিতির আয়ের উৎস এবং স্টিকারের মূল্য বার কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু স্ট্যাম্প ভেন্ডার বিক্রেতাদের জালিয়াতির কারণে তাদের আয়ের উৎস কমে গেছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বলেছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।