Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 51গাজীপুরের টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পুরস্কার বিতরণ, নবীণ বরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের পরিচালনায় গভর্ণিং বডির সভাপতি ও গাজীপুর জেলা প্রশাসক এস. এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নাজনিন আক্তার চৌধুরি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওসমান আলী, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. রজব আলী, উক্ত বিদ্যালয়ের অভিভাবক ফোরামের যুগ্ন-আহবায়ক মো. আজাহারুল ইসলাম বেপারী, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য মো. আমান উদ্দিন সরকার ও কাজী মোহাম্মদ সেলিম, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবক মন্ডলী।