Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 61ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য বাংলাদেশে আড়াই লাখ গৃহহীন পরিবারের জন্য ঘর তৈরি করে দেওয়া। সারাদেশে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে গুচ্ছগ্রাম নির্মাণ করে ৫০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ চলছে। মন্ত্রী বলেন, কমপক্ষে ৫ শতাংশ জমি রয়েছে অথচ বাড়িঘর নেই, এমন শ্রেণির লোকের জন্য সরকার ঘর তৈরি করে দিবে। তিনি সংশ্লিষ্টদের সরকারের গুচ্ছগ্রাম নির্মাণে জায়গা নির্বাচন করার নির্দেশ দেন।

আজ বরিশাল সার্কিট হাউজে বরিশাল বিভাগের বিভাগীয় জাতীয় জোনিং প্রকল্পের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি অফিসের কিছু কর্মচারিদের কারণে ভূমি অফিস নির্মাণ করা যাচ্ছে না, ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, হাজার হাজার একর খাস জমি পড়ে আছে, অথচ নানা লিটিগেশন দেখিয়ে তা বরাদ্দ হচ্ছে না। তিনি ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর মেধা, দক্ষতা ও তাঁর বিচক্ষণ সিদ্ধান্তের কারণে দেশ এগিয়ে চলেছে। তিনি বলেন, বাঙালি জাতি আজ ভাগ্যবান কারণ তাদের নেতৃত্বে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। মন্ত্রী বলেন, ‘থ্রি জি ও ফোর জি’র কল্যাণে এখন মানুষ ঘরে বসে সবকিছু জানতে পারছেন। দেশের যেকোন প্রান্ত থেকে জমি জমার খতিয়ান, নকশা সহজেই পেয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেন, জমির শ্রেণিকে চিহ্নিত করাই ভূমি জোনিং এর কাজ। তিনি বলেন, ভূমির জন্য সকলে অস্তিত্বের লড়াই করে আসছেন এতকাল ধরে। অনেককিছু বদলায়, ভূমিকম্প ছাড়া ভূমি নড়ে না। দেশ, জাতি ও মানুষের কল্যাণে জমির শ্রেণি পরিবর্তন করা যাবে। কিন্তু কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী বা দলের স্বার্থের কারণে জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। মন্ত্রী এসিল্যান্ডদের নির্ভয়ে পদ্ধতিগতভাবে দাপ্তরিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি সকলকে টীম ওয়ার্ক কাজ করার নির্দেশ দেন।

সেমিনারে কৃষি জমি বিনষ্ট, বনসম্পদ ধ্বংস, জলাভূমি ভরাট, অপরিকল্পিত ইটের ভাটা, জমির উপরিভাগ কাটা, শিল্প বর্জ পানি দূষণ ও ভূমির উর্বরতা শক্তি বিনষ্ট এগুলো থেকে রক্ষা পাওয়ার বিষয়ের উপর জনসচেতনতামূলক আলোচনা হয়। সেমিনারে সংশ্লিষ্ট বরিশাল বিভাগের জেলা প্রশাসক, জেডএসও, এডিসি রেভেনিউ, ইউএনও, এসিল্যান্ডগণ স্বত:স্ফূর্ত তাদের মতামত ব্যক্ত করেন। পরে মন্ত্রী বরিশাল বিভাগের ১০জন এসিল্যান্ডকে দাপ্তরিক কাজের জন্য ভূমি সংস্কার বোর্ডের পক্ষ থেকে ল্যাপটপ প্রদান করেন।

বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. গাউস এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, জাতীয় ভূমি জোনিং প্রকল্প পরিচালক শওকত আকবর ও বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বক্তব্য রাখেন।