Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 63জেসিকা চাকমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপরের দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় হাটাচলার জন্য রাস্তা ব্যবহার নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। এ সময় শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃংখলাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় পাড়ার মাঝখান দিয়ে হাটাচলার রাস্তা ব্যবহার নিয়ে স্থানীয়দের দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একটি পক্ষ রাস্তা দিয়ে চলাফেরা করতে বাধা দেয় আরেক পক্ষকে। এ নিয়ে সপ্তাহ ধরে বিরোধ চলছিল। বিষয়টির মীমাংসার জন্য বুধবার সকালের দিকে সমঝোতায় বসে উভয়পক্ষ। কিন্তু কয়েক ঘন্টা আলোচনা বাকবিতন্ডার পরও সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। এর ঘন্টাখানেক পর দুর্বৃত্তদের একদল মুখোশপড়া লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ইটপাটকেল ছুড়ে এলোপাতারি হামলা ও ভাংচুর চালায়। এ সময় রাস্তার সীমানা বেড়া ভেঙে গুড়িয়ে দেয় হামলাকারীরা। তখন দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলেও জানা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃংখলাবাহিনী হাজির হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কবির, রসুল, মোক্তার ও ইদ্রিছ নামে চার জনকে আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, বিষয়টির সুরাহার জন্য উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে বিষয়টির সুরাহা না হলেও পরবর্তীতে আরকে দফায় বসার সিদ্ধান্ত হয়। ওই সময়ের মধ্যে উভয়কে সহনশীল হয়ে কোনো ধরনের গেঞ্জাম না করতে বলে দেয়া হয়েছে। কিন্তু বৈঠক শেষে আমরা চলে আসার পরেই প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই চার জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সারওয়ার জানান, উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি প্রশাসনিকভাবে সুরাহার চেষ্টা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।