Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 64আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তাই তাঁদের ঋণ জাতি শ্রদ্ধা ভরে স্মরন করবে। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আল আমিন, রাধানগর ইউনিয়নরে চেয়ারম্যান আবু জাহেদ, জেলা জাসদের সভাপতি আঃ সাত্তার, সম্পাদক বাবুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ সুধিজন উপস্থিত ছিলেন। উলে¬খ্য যে, ভবন উদ্ধোধন শেষে উপজেলা পরিষদের সামনে দুই অসহায় মুক্তিযোদ্ধাকে ২বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে টাকা বিতরন করেন।