খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: জামালপুরে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে । এ উপলক্ষ্যে বুধবার ১৫মার্চ সকালে জেলা প্রশাসনের আয়োজনে “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি “ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
কনজুর্মাস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ্ আল মাহমুদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার, বিশিষ্ট রাজনীতিক খন্দকার হাফিজুর রহমান বাদশা, জেলা স্যানেটারী পরিদর্শক খলিলুর রহমান, জেলা মার্কেটিং কর্মকর্তা, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, স্কাউট প্রতিনিধি রিয়াদ হাসান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিনিধি মোকসেদুল আলম প্রমুখ।
সেমিনারটি সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি জানান এবং নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরামর্শমূলক আলোচনা করেন।