Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 74শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল আমীন দোলার অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আজ ১৫ মার্চ বুধবার দুুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাতিবান্ধা ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্মসূচির আয়োজন করেন। ওই ইউপির সাত সদস্য এতে নেতৃত্ব দেন।
ৃআজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হাতিবান্ধা ইউপির সাধারণ সদস্য আলী আকবর, হানিফ উদ্দিন, শাহিন মিয়া ও আক্তার হোসেন। পরে এলাকাবাসী চেয়ারম্যান নূরুল আমীন দোলার কুশপুত্তলিকা দাহ করেন। মানববন্ধনে সাত ইউপিসদস্যসহ বিপুলসংখ্যক জনতা অংশ গ্রহণ করেন।
ইউপি সদস্যদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নূরুল আমীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঘুষের বিনিময়ে পরিষদের বিভিন্ন পদে লোক নিয়োগ, ইউপির করের দেড় লাখ টাকা আত্মসাৎ, জন্মনিবন্ধনের দুই লাখ টাকা আত্মসাৎ, ট্রেড লাইন্সেস প্রদানে অতিরিক্ত টাকা আদায়, মাতৃত্বকালীন ভাতাকার্ড বিতরণে অনিয়ম, ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়ম, ভিজিএফের দুই টন চাল আত্মসাৎ, কার্ড প্রতি চার হাজার টাকার বিনিময়ে ২৩৩টি ভিজিডি কার্ড বিতরণ করেছেন। এ ছাড়া পরিষদের সরকারি ভবন থাকা সত্ত্বেও তিনি তাঁর বাড়িতে অস্থায়ী কার্যালয় স্থাপন করে পরিষদের কর্মকান্ড পরিচালনা করছেন। এতে ইউনিয়নবাসী দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন। লিখিত অভিযোগে চেয়ারম্যান নূরুল আমীনের বিরুদ্ধে ১৮টি বিষয়ে অনিয়মের অভিযোগ আনা হয়।
মানববন্ধন চলাকালে হাতিবান্ধা ইউপির সাত সদস্য ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নুরুল আমীন দোলাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
ইউপি সদস্যদের অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নূরুল আমীন দোলা বলেন, এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন ও তাঁর সুনাম ক্ষুণœ করার জন্য একটি প্রভাবশালী চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর পেছনে জেলা পরিষদের সদ্য নির্বাচিত একজন নারী সদস্য রয়েছেন বলে তিনি দাবি করেন।
তবে আজ বুধবার দুপুরে বক্তব্য নেওয়ার জন্য চেয়ারম্যান নূরুল আমীনের ঘাগড়া কোনাপাড়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, হাতিবান্ধা ইউপির সচিব মো. খোরশেদ আলম জন্ম নিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স ও নাগরিকত্ব সনদসহ পরিষদের বিভিন্ন কাগজপত্র নিয়ে সেখানে চেয়ারম্যানের স্বাক্ষর নিচ্ছেন।