খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: মুহাম্মদ ওমর ফারুক, চকরিয়া: চকরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত জাফর আলম (৩৫) নামের একব্যক্তিকে একবছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গ্রেফতারকৃত জাফর আলম চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিজপানখালী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে আসামির স্বীকারোক্তি সাপেক্ষে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেন।
চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা এসআই গৌতম পুলিশের একটিদল মাদক দ্রব্য উদ্ধারে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিজপানখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় গ্রেফতারকৃত জাফর আলমের হেফাজত থেকে উদ্ধার বেশকিছু ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত জাফর আলমকে চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানোর পর গ্রেফতারকৃত জাফর ম্যাজিষ্ট্রেটর কাছে অপরাধ স্বীকার করেন।
পরে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।