খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: গ্যাসের দাম বৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১৫মার্চ জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতমনেতা জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে দমন নিপিড়ণের পথ বেছে নিয়েছে। ঢাকার রাজপথে গণতান্ত্রিক বামমোর্চার শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি, কাদানেগ্যাস ও লাঠিপেটা করে সরকার তার সীমাহীন দুর্বলতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি অনতিবিলম্বে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা ত্যাগ করে জনগণের দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির হঠকারি সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দাবি জানান।
গণতান্ত্রিক বামমোর্চার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ ১৬ মার্চ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আবু হাসান টিপু এসব কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতমনেতা রাশিদা বেগম, নাছির হোসেন, সাইফুল ইসলাম, নাজমুল হাসান নাননু, শীমুল আক্তার আনজু, হেলিম সরদার, মোহাম্মদ আলী প্রমূখ।