খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন-বারভিডা’র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর নেতৃবৃন্দ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান এম.পি’র সাথে সচিবালয়ের অফিস কক্ষে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে সভায় মিলিত হন।
বারভিডা’র নব নির্বাচিত প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
চট্টগ্রাম বন্দরের ডধৎভ-ৎবহঃ এর মামলা প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরের নব নির্মিত কার শেড গাড়ি সংরক্ষণের জন্য উম্মুক্ত করা, মোংলা বন্দরে অনলাইন ব্যাংকিং সেবা চালু করা এবং বন্দরের চুরি রোধ করা ও মোংলা বন্দরে আমদানিকৃত গাড়ি সংরক্ষণের ধারণক্ষমতা বৃদ্ধি করা এবং চট্টগ্রাম ও মোংলা বন্দরের গাড়ি কার কেরিয়ার এর মাধ্যমে আনায়নের ব্যবস্থা করা সহ অন্যান্য কতিপয় গুরুত্বপূর্ণ সমস্যা নিরসনের বিষয়ে সভায় আলোচনা হয়।
মাননীয় মন্ত্রী অন্যতম রাজস্ব প্রদায়ী অত্র খাতের বিদ্যমান সমস্যাগুলি গুরুত্বের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় ২১ মার্চ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মোংলা কাষ্টমস কমিশনার, ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চট্টগ্রাম কাষ্টমস কমিশনারের সাথে ভিন্ন ভিন্ন ভাবে উপরোক্ত সমস্যাবলি নিরসনকল্পে সভা অনুষ্ঠানের সিদ্ধান্তও গৃহীত হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব অশোক মাধব রায় সভায় উপস্থিত থাকেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে মন্ত্রী মহোদয়কে সহায়তা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারভিডা’র সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট, জনাব এম. হুমায়ুন মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট, জনাব রায়হান আজাদ টিটু, ভাইস প্রেসিডেন্ট, জনাব আলহাজ্ব জাফর আহমেদ, সেক্রেটারী জেনারেল জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল জনাব বেলাল উদ্দিন চৌধূরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সচিব
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন