খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা হাটখোলা দূর্গামন্ডবের প্রাচীর নির্মানের উদ্বোধনের কাজে বাধা দিলেন গুদরীবাজার হাটকমিটি। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, মেয়র আলমগীর সরকার, আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রমুখ।
এপ্রসঙ্গে পৌর পুজা উদ্জাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক গপেশ বসাক বলেন, দূর্গাপুজা মন্ডবের ২২’শতক জমি রয়েছে। পুজা উদ্জাপন কমিটি মন্ডবের জমি সংরক্ষন করার জন্য আনুষ্ঠানিক ভাবে প্রাচীর নির্মান করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। এসময় হাটকমিটি দাবী করে বসে, হাটের জমি পুজা মন্ডবে রয়েছে। এনিয়ে এমপিদ্বয় সহ উপস্থিত অতিথিবৃন্দ এর নিরসন কল্পে ১৭ মার্চ সরেজমিনে তদন্ত করে শান্তি শৃংখলার মধ্যদিয়ে র’ সিধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে।