গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচনের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় ভোটাধিকার বাস্তবায়ন কমিটি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কের দু’পাশে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে রাজনীতিবীদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল- কলেজের শতশত শিক্ষার্থী অংশ নেয়।
এতে বক্তব্য দেন,পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম সরকার বাদশা, মতলুবর রহমান নান্নু, যুগ্মসাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আবুল কালাম আজাদ সাবু ও শ্রমিক নেতা সুরুজ হক লিটন প্রমূখ।
বক্তারা বলেন, পলাশাবাড়ী উপজেলার কিশোরগাড়ী, পলাশবাড়ী সদর ও বরিশাল ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশ নিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে পনের বছর ধরে ক্ষমতায় আছেন। এতে সাধারণ মানুষ রাষ্ট্র প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
কুচক্রি মহলের সীমানা জটিলতার অজুহাতে আদালতে দায়েরকৃত রীট আবেদনটি সম্প্রতি খারিজ হয়ে যায়। এরপর আদালতে পুণরায় রীট পিটিশন দায়ের করায় নির্বাচন বন্ধ হয়ে যায়। ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেন তারা।