Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭:  30দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গতিশীল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে সচেতন নাগরিক কমিটির মতবিনিময় সভা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সনাক গাইবান্ধার সভাপতি উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কেএম রেজাউল হক, আবু জাফর সাবু, দীপক কুমার পাল, ইদ্রিসউজ্জামান মোনা, সিদ্দিক আলম দয়াল, ফেরদৌস ইসলাম খান, আফরোজা লুনা, রিক্তু প্রসাদ প্রমুখ। সনাকের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপনসহ বক্তব্য রাখেন ইবনে সিরাজ, আমাতুর-নুর ছড়া, আফরোজা বেগম লুপু, শিরিন আকতার প্রমুখ।

বক্তারা দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গাইবান্ধায় সচেতন নাগরিক কমিটির তথ্যসেবা, শিক্ষা, স্থানীয় সরকার অবাধ তথ্য প্রবাহ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে সাফল্যের কথা তুলে ধরেন এবং এক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।