খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: কঠোর অনুশীলন,মনোবল,মেধা নৈপূন্য এবং দেশ প্রেমের ব্রত নিয়ে দেশের ভূখন্ড রক্ষা করছে বিজিবি। জাগ্রত এই সৈনিকদের জীবনে ক্রীড়া নৈপূন্যের বিষয়টিও গুরুত্ব বহন করে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান মাঠে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নওগা ১৪ বর্ডার গার্ড ব্যাটলিয়ন ও পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২-০ গোলে ১৪ বর্ডার গার্ড ব্যাটলিয়ন নওগাঁকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিজিবি উত্তর পশ্চিম রিজিয়নের (রংপুর) ভারপ্রাপ্ত কমান্ডার কর্ণেল মো: জাকির হোসেন। এসময় পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মোহাম্মদ নওশাদ সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর পশ্চিম রিজিয়নের ১৪টি ব্যাটালিয়নের মধ্যে আন্তঃ ব্যাটালিয়ানের ফুটবল প্রতিযোগিতা গত ২ মার্চ পঞ্চগড়ে শুরু হয় ।