খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপারা ইউনিয়নের হাঁসারগাও গ্রামের একটি ঘর ভাংচুর মালা মাল লুট করেছে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্থ্য সূত্রে জানাগেছে, উপজেলার হাঁসারগাও গ্রামের আনোয়ার হোসোন বাচ্চু প্রতিবেশী চুন্ন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে ভিটাবাড়ির ওই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে মামলাও বিদ্যমান রয়েছে।আনোয়ার হোসেন বাচ্চু একটি গাছ কাটায় ১৩ জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করে। রবিবার এই মামলায় চুন্ন সহ ১৩ জন মুন্সীগঞ্জ আদালতে জামিন নিতে আসলে। এই সুজুগে আনোয়ার হোসেন বাচ্চু দুপুরে নেতৃত্বে ২০-২৫জনের একটি দল হামলা চালিয়ে বসতঘরটি ভাংচুর করে গুড়িয়ে দেয়। এসময় ইভা ও ইভার বোনকে মারধর করে আহত করে। বর্তমানে খোলা আকাশের নিচে ওই পরিবারের লোকজন কোনো রকম পলিটিন টানিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বাড়ি ঘর ভাংচুর , লুটপাটের ও নারী নির্যাতনের মুন্সীগঞ্জ আমলী আদালতে মামলা করা হয়ছে।