Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: 47জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এই সংবর্ধনার আয়োজন করে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতার।

গণসংবর্ধনায় মাহাবুব আরা বেগম গিনিকে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ক্রেষ্ট, সম্মাননাপত্র ও উপহার প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।